-
-
--
by shim»
ফিলিপাইনের জুনরে বালাউইং এখন বিশ্বের ক্ষুদ্রতম মানব। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে। এর আগে এই স্থানে ছিল নেপালের খগেন্দ্র থাপা। জুনরের উচ্চতা ৫৯ দশমিক ৯৩ সেন্টিমিটার অর্থাত্ প্রায় দু’ফুট, যা খগেন্দ্রর চেয়ে ৭ সেন্টিমিটার কম। রোববার ছিল জুনরের ১৮তম জন্মদিন। ১৮ বছর পূর্ণ হওয়ায় তার হাতে ক্ষুদ্রতম মানবের সনদ তুলে দেয় গিনেস কর্তৃপক্ষ।