আকাশে উড়তে কে না চায়, তাই বলে কি উড়া যায়? এটা যে শুধু পাখিদেরই কাজ। তবে, মানুষও আকাশে উড়ে বেড়ায় উড়োজাহাজ কিংবা বেলুনে করে। আর আকাশে উড়ার আকাঙ্ক্ষা থেকেই অরভিল রাইট ও উইলবার রাইট আমেরিকান এ ভ্রাতৃদ্বয় আবিষ্কার করেছিলেন উড়োজাহাজ। কিন্তু এবার এ দু’টি ছাড়াই আকাশে উড়ে বেড়ালেন সুইস ইভাস রোজি নামের এক অভিযাত্রী। যিনি নিজের আবিষ্কৃত জেট ডানা দিয়ে প্রায় ৮ মিনিট ধরে আকাশে উড়েছেন।
বিবিসি জানিয়েছে, ইভাস রোজি জেট ডানাটি নিজের কাঁধে বেঁধে হেলিকপ্টারে করে প্রথমে উপরে উঠেন। প্রায় ২০০ মিটার উপর থেকে লাফ দিয়ে তিনি অনায়াসেই ৮ মিনিট আকাশে উড়ে বেড়ান একটি গিরি খাদের উপর। পরে অবশ্য তিনি বেলুনে করে নিচে নেমে আসেন।