কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহূত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ। গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা গ্যাস-ট্যাংকে জমা করা হয়। সিএনজি সিসা ও বেনজিনমুক্ত। এর রক্ষণাবেক্ষণ খরচ কম। এটি সিলড টেকনোলজি বলে এতে লিকেজ ও বাষ্পীভবন কম। যদিও সিএনজির দহনের ফলে সামান্য গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, তবু এটি অন্যান্য জ্বালানির তুলনায় পরিবেশের জন্য ভাল